মৃদু আলোকিত মধ্যরাতের আকাশ ।
তারা গুলো গোপনে জ্বলে নিভে ।
এক নিঃসঙ্গ হৃদয় বাকরুদ্ধ জিবন ।
ভালবাসার উষ্ণ স্পর্শের জন্য,
একটি মৃদু মুখ তাকিয়ে মধ্যরাতের আকাশে ।।
চাঁদের কিরনে সৃষ্ট , সর্নালী কুয়াশা,
স্বপ্ন আর মায়া, অবিরাম স্তব্ধতায়।
পৃথিবী নিদ্রায় আচ্ছন্ন , কিন্তু হৃদয় জাগ্রত,
ভালবাসা কুড়াবে সে আশায় ব্যস্ত ।।
মহা জগৎ এর বিশালতায় আমি যখনি তাকাই ,
নির্জনতা ডাকে আমায়, যেখানে প্রেম মুক্তি পায়।
নক্ষত্র গুলো রাতের কাছে করে আত্মসমর্পণ,
নিরাময় শুরু হয়, নতুন আলোয় ।
তবে দুঃখ করি আমি এই মধ্যরাতে,
তুমায় না পাওয়ার বেদনায় ।।