কথা ছিলো, থাকবো দুয়ে এক হয়ে ।
আচমকা গেলে হারিয়ে,  বিরহ দিয়ে ।
কথা ছিলো,  রবে তুমি আমরণ অবদি ।
বাক্য বুঝিবার অচিরেই,  ভেঙ্গে দিলে সন্ধি  ।।

কথা ছিলো,  মৃত্যু ছাড়া  হবে না ছিন্ন এ বাধন ।
তবে আজ,  মৃত্যু হীনাই ভাংলে তুমি মন ।
কথা ছিলো,  আমার দুঃখে তুমি,
তোমার দুঃখে আমি  ।
আজ আমার দুঃখেই সুখি তুমি,
তোমার সুখেই দুঃখি আমি ।

কথা ছিলো,  যাবে না ভুলেও ভুলে ।
সেই তুমিই আমায়,  ভাসালে ব্যথার নীলে ।
কথা ছিলো, সুখ দুঃখ নিবো সমান দুজনে  ।
সুখ নিয়ে তুমি,
দিয়ে গেলে দুঃখ গুলো আমারি জীবনে ।
কথা ছিলো অনেক, তবে তুমিই কথা রাখোনি ।।