কিছুই থাকেনা অবশেষে ।
প্রয়োজন গেলে ফুরিয়ে ,
প্রিয় জন যায় হারিয়ে ।
স্বার্থ গেলে নিভে, ভালোবাসা যায় উরে ।
তবুও আশায়িত মনে জাগে আশা,
উদিত হয় ভালোবাসা ।
অবশেষে হয় নিরাশার ভালুচর ।
জীবন আসলেই একটা মরিচিকা ।
ভাবনায় জীবন আসলেই কতই না সুন্দর ।
বাস্তবে তা ভীষণ তিক্ততার ।
অনাকাঙ্ক্ষিত ভাবেই জরে রিক্ত
মনের অ গহিনে ।
কেই বা আছে দেখিবে তা,
করিবে অনুসন্ধান আসিয়া
মনের অ গহব্বরে ।
আসলেই অবশেষে কিছুই থাকেনা অবশিষ্ট
মনে রিক্ততার নহর ছাড়া ।।