এক পাহাড় নিশ্চুপ অভিমান ।
চোখ গুলো ভীষন ক্লান্ত ।
আখি কোনে জমা  অশ্রুর সমাহার ।
হৃদয়টা অনেক ক্ষত বিক্ষত ।
জীবন টা যেন জ্বলছে আর নিভছে,
এ যেন এক মরীচিকাময়  জীবন ৷।

ঐ যেন পাচ্ছি দেখতে, এক চরম সত্য ভবিষ্যৎ  
তবুও সে দেয় না ধরা, করে নাকো আপন মুরে ।
আমার কি আর আছে সাধ্য বিধান লঙ্গন করে,  
করিবো তারে আলিঙ্গন ।

হিয়াতে বাজে সুর,
স্ব-ইচ্ছায় পরলোকগমন হয়তো আনিবে সুখ।
কানুন তো বলে,
শত বেদনা আসিলে নাহি  করিও কামনা।
এই বুঝে পরিলো বাধা আপন মন হিয়া।  
তাহাতেই আজ নিথর হয়ে  আছি পড়ে,
কিংকর্তব্যবিমূঢ়ের মতো ।।