আমার আমি টাই জানি,
ভালোবাসি তোমায় কতখানি ।
হৃদয় জুরে শুধু তুমি,
জানি শুধু আমিই জানি ।।
প্রথম দেখায়, মন হারায়,
তোমার চোখের আশকারায় ।
তুমি যখন ডাকলে সুরে,
তোমার তরে।
পেলাম খুঁজে আমি আমার হৃদয়ের রানী ।
আমার আমি টাই জানি,
ভালোবাসি তোমায় কতখানি ।।
দেখা হলো কথা হলো,
হলো মন বিনিময় ।
তোমার ছোয়ায় হৃদয় আমার,
হলো তুমিময় ।
তুমি আশা, তুমি ভালোবাসা,
তুমিই আমার হৃদয়ের রানী ।
আমার আমি টাই জানি
ভালোবাসি তোমায় কতখানি ।।