হৃদয়ে তুমি, অনুভবে তুমি,
তুমি দু-চোখ জুরে।
তোমায় না দেখলে সইগো,
মন যে আমার পুড়ে ।।
তোমার কথা, তোমার হাসি,
তোমার ঐ মায়াবি চাহনী।
হৃদয়ে আমার সুখের জোয়ার,
মিলেছে যেন নাগ মনি ।।
তুমি সুহাসিনী, তুমি সুবাসিনী,
তুমিই সৌরভিনী ।
তোমার পরশে দূর হয়ে যায়,
আমার যত গ্লানি ।।
তুমি আশা, তুমি ভালোবাসা ,
তুমিই সুখের নীর ।
তুমি যখন এলে জিবনে,
পেলাম যে অতলে তীর ।।
তুমি আমার দিগন্ত ছুয়ে আসা পূবাল হাওয়া ।
তোমায় পেয়ে হলো যেন সবি পাওয়া ।।