সব হাসিতেই সুখের পূর্ণ কাহিনী ফুটে না ।
কিছু হাসি বেদনার আত্মপ্রকাশ অ ঘটায়।
হাসি যে শুধুই সুখের ঝুলি,
তা আমি বিশ্বাস করি না ।
এখনো হাসি হয়,
যা দুঃখময় ধুপশিখা হয়ে জ্বলে রয় ।।
মানুষ তীব্র সুখে যেমন কাঁদে,
ঠিক তেমনি তীব্র দুঃখে আবার হাসে ।
তীব্র সুখের কান্না যেমন দুঃখের হয় না,
ঠিক তেমনি তীব্র দুঃখের হাসি টাও সুখের হয় না ।।
জীবন একটি বই, সুখ আর দুঃখ একেকটি অধ্যায় ,
সে অধ্যায়ে মানুষ একেক জন বড় অভিনেতা।
আমরা এই জীবন চক্রে,
নিজের সাথেই নিজে সবচেয়ে বড় অভিনয় করে থাকি ।
দিনশেষে বিধ্বস্ত মন নিয়ে সতেজ হাসি প্রকাশ করি ।।
তবে পৃথিবীতে কে বুঝিবে কোন হাসির অর্থ কি,
কে খুঁজিবে এই হাসির মর্মান্তিক কাহিনী,
কেই বা উন্মোচন করবে এই রহস্য ।।