আজো হৃদয় আমার, তোমারি কিনারে ।
তুমি বুঝলে না, খুঁজলে না আমারে ।
তোমারি আশায়, আজো আমি প্রতিক্ষায় ।
তুমি এলে না , বাধলে না বাহুডুরে আমায় ।।

এ জিবনে প্রেম বলতে আমি, তোমাকেই বুঝি ।
পলকে পলকে তাইতো আমি তোমাকেই খুঁজি ।
আমার মতো করে, ভালোবাসবে কে তোমারে ।
তুমি তো বুঝলে না হায়, খুঁজলে না আমায় ।।

যাও নি কিছুই বলে , তাই আজো তোমারি আশায় ।
আজো বাঁচি আামি তোমার ভালোবাসায় ।
যতটুকু  প্রেম  তুমি দিয়েছো  এসে ।
তার চেয়ে বেশি প্রেমে, আজ যাচ্ছি আমি ভেসে ।।