রিক্ত মনে তিক্ততা
বেড়েই মোর চলছে ।
বিদ্রুপের মতো বইছে বাতাস,
হৃদয় শুধুই জ্বলছে ।।
একেলা এ জীবন নয় গতিহীন,
তবুও যায় থমকে,
খানিক টা এশকের টানে।
তবুও কিছু দুঃখতে সুখ নিহিত,
কে বুঝিবে তার মর্ম কে বা জানে ।।
হবে কিনা অবসান, এ নীতির ইতি ,
কে জানে ! আর কত বিষাদে জমা এ গীতি ।
হতে পারে এ দেখাই শেষ,
বিদায়ে অ মোর থাকিবে দুঃখ ক্লেশ ।
তবুও না নিক কেহ মনে মোরে,
দুঃখ হিয়াতেই থাকুক গাথা,
থাকুক স্থির জীবনে,
মরনে'অ বাজিলে বাজুক দুঃখের বাঁশরি । ।।