বহু কাল তার  অপেক্ষায় ,
          নিন্দ্রা আচ্ছন্ন করে না আমায়  ।
চাই যেতে ভুলে,  তবু সে আসে ফিরে ফিরে  ।
          সে আছে বহু দূর,   নেই পাশে মোর ।
রেখে গেছে  সৃত্বি ,  এই বক্ষ নীরে ।।

সে ফিরবে,  হয়তো ফিরবে না ।
           তবুও তার আশা এ  মন ছাড়ে না ।
বিরহ সুধা সুধিতে, সুধিতে  আমি বড় ক্লান্ত  ।
          দেখা খানিক পেলে তার,  
মিলিবে অবসান   হবে মন শান্ত ।।

সব হারিয়ে সঙ্গি পেলাম,  লোনা জলের রাত ।
          কেদে, কেদে অবশেষে পাই দুঃখের মোলাকাত ।
কে জানে কবে কখন,  হবে এ নীতির  ইতি ।
         তাই তো দুঃখ গুলো,  গীতিতে বাধি সৃত্বি ।।