বাংলার মুখে জনে জনে কহে ।
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এই স্লোগান বহে ।
মুক্তি যোদ্ধারা দিয়েছে রক্ত,
ছিলো নির্ভীক সাহসী নিবেদিত প্রাণ ।
যাদের ত্যাগে আজ জাতি পেলো স্বাধীনতা,
তাদের জানাই সম্মান ।
আগুন জ্বলা রক্ত থেকে যুদ্ধের গর্জন,
সাহস আর ঐক্য দিয়ে এ বিজয় অর্জন ।
বঙ্গবন্ধু জিয়ার স্বপ্ন , নাহি ভেদাভেদ ধর্মে,
ঐক্য ও শক্তি ছিলো এ জাতির কর্মে ।।
১৬ ডিসেম্বরের প্রভাত, বিজয়ের স্বাদে ,
অত্যাচারের নিপাতে বাংলাদেশ পূর্ণ তাতে ।
এইতো আজো লেগে আছে মুক্তিবাহিনীর সৌরভ ,
সাহসী ও মুক্ত বাংলাদেশ নিয়ে করি বিজয়ের গৌরব ।।