তুমি আমি মিলে প্রথম বসন্তে একজন ছিলাম ।
আমাদের দুয়ারে আরেকটি বসন্ত,
তবে আজ আমরা দুই মিলে এক নই ।
তোমার আমার মাঝে হয়ে গেলো বিশাল তফাৎ ।
তবে তুমি বলো আমি বদলে গেছি ,
কিন্তু আমি বলি আমরা বদলাই নি।
চলো আগের মতো পরিপাটি হই ।।
আজ অতীত ও বর্তমানে দাড়িয়ে বুঝলাম,
আমি তোমাকে আগলে রাখতে পারিনি।
তবে তুমিই জানো আমার ব্যর্থতা,
নাকি তোমার ছলনা ।
তুমি সত্য জানো, তুমি চাইলেই হয়তো আজ আমরা,
আগের মতো দুই মিলে এক হয়ে বাঁচতাম ।।
আমি শেষ অবধি চেয়েছি তোমাকে আগলে রাখতে,
তুমি চাও নি বলে আজ আমরা দূরে ।
আমি বলেছিলাম, চলো না খারাপ অতীত ভুলে
ভালো অতীত স্বরনে এক হই।
তুমি বল্লে, আজ আর কিছু ঠিক হবার নয় ।
আমি চোখের জলে শেষ মিনতি করেছি,
তুমি বল্লে মায়া কান্নায় লাভ হবে না ।।
আর তখনি আমি বুঝলাম, তোমার আমার
ভালোবাসায় বিশাল ব্যবধান ।।