দ্বার খোলা রেখে আছি আমি,
আসবে বলে তুমি ।
কত স্বপ্ন  কত আশায়,
রহেছে মন প্রতিক্ষায় ।
তুমি আসবে ফিরে,
এ হৃদয় নীরে।
তাই তোমার অপেক্ষায়,
তাকাই ফিরে,ফিরে ।।

যতটা জুরে আছো হৃদয়ে আমার ।
আজ ততটা জুরে,
তোমার নামের হাহাকার ।
তুমি আসবে কি ? আসবে না,
তাতো জানিনা ।
তবুও, দ্বার খোলা রেখে আছি আমি,
আসবে বলে তুমি ।।