হে গুরু ! এ মম পুত্র দিলাম ছাড়িয়া-
আদর্শ মানুষ করে তাকে গড়াবেন,
সদয় হয়ে, আদর সোহাগ ভুলিয়া –
ন্যায়-নীতি-বীরত্ব, তাকে শিখাবেন ।
জানাবেন: সকল প্রানে-নীতি থাকেনা !
আবার, অসৎ হৃদে বীর থাকতে পারে,
নিঃস্বার্থ নেতা ! স্বার্থপরে- অসম্ভাব না,
উপার্জন উত্তম ! হতে, যা পাবে কুঁড়ে।
শেখাবেন পরাজয় মানা ও হর্ষ ভোগ
কঠোরে কঠিন ও ভদ্রতায় কদর্য
হিংসা, অত্যাচার , নকল যে মহারোগ,
পাঠের রহস্য, নীরব হাসির গুপ্ত সৌন্দর্য।
দুঃখে হাসতে ও ক্রন্দনে লজ্জা না পেতে,
এভাবে স্বীয়ে এক মহা আস্থা রাখতে।
সনেট-৬ (Shakespearean)