কষ্ট পরের আনন্দে
ভিজিলো জননীর নয়নমনি-
ফোটাইতে একটি ফুলকলি
আর সাঁজাইতে তার ফুলদানি।
যতনে-অযতনে উক্ত ফুলকলি
বাড়িয়া উঠিতে লাগিলো।
একগুচ্ছ গাড়-নীল কষ্ট
সযত্নে তাঁহার সঙ্গী হইলো।।
কত সংস্পর্শে ঘুরিয়া-
আসিয়াছে সে কোন এক প্রান্তে।
মাত্র দুই ডজন বসন্ত ছাড়িয়া-
সে আজ নব এক বসন্তে।।
ভিন্ন রং মাখিয়া, নবরূপে সাজিয়া;
বসিয়াছে সে কোন এক ফুল-পাত্রতে।
এখনও সাজেনি, উক্ত ফুলদানি-
তাঁহার এই আংশিক উপস্থিতিতে।।
কঠিন ঝর বৃষ্টির রাতেও সে
হালকা শাঁখে অটল।
এভাবেতেই টিকিতে হইবে-
শনি থেইকা মঙ্গল।।
শুরু হবে আজ, আবার এ যাত্রা
বাজবে অনুপ্রেরণার কর্কশ বীণ।
যোগ হবে জীবনে নব-মাত্রা
কারণ, আজ যে তার জন্মদিন।।
----------------------
হাসান আল মাহমুদ
২৪ বছর উপলক্ষে ২৪ লাইন
১৩/০৮/২০১৩
রাতঃ ১ :৪৯