গুড়িয়ে মুড়িয়ে আছ তুমি হে কান্ডারী কেন ওঠনা জাগিয়া
তোমার পরশে কখনো বরষে শোকে, হরষে ছোটে বাহিয়া।
তুমি গর্জিবে কবে মুর্ছিবে সবে গতিতে ঊধের্ব রবে
শির উন্নত রাখিবে সমুন্নত চির স্বদেশের তুমি কবে ?
তোমার উত্থানে বিষবাণ হানে কাঁপিবে দুনিয়ায় যত নটরাজ়
দাও হুংকার বাজুক ঝংকার বল সংগ্রাম তোর সাথে আজঃ
বল বাঙ্গালী আমি বিজিতে নাহি জানি রক্তে আগুন টগবগে
ভতর্সনা তার ঢাল সে আমার চিরজয়ী সেই; পরাজিতে জানে যে ।
জনগণ তোর সাথে বরাবর কাঁদে মর্মর যবে তুমি যাও হেরে
তোমার একাকি হি’য়ে ষোল কোটি জ়োর নিয়ে কেন আসনা তেঁড়ে!
বিজয় পুলকে নাঁড়াও ভূলোকে বাংলারে তুমি পুনর্বার
বিষাদের ধুলি মুছে গায়ে তুলি বীরত্ব দুর্নিবার!
মোদের আশীষে তোমার বাঁশিতে বাজিবেই একদিন
সুর সৌরভ দেশের গৌরব উপরে’ সবারে করিয়া হীন ।।