অকাল পুঞ্জি নিদান সঙ্গি সত্য ঋষি হে গ্রেনেড
অনাদিকাল অগনিত জন মোরা রয়েছি তোমারি প্রতিক্ষায় ।
আপন গাম্ভীর্যে উদাস, চির মৌনি সত্যান্বেষী ত্যজী তুড়গ হে!
আর কত, কতকাল রবে তুমি এই সনাতন তটে ।
কখন তোমার মোক্ষম সময় হবে বিষ্ফোরিত হবার ।
প্রতীক্ষার স্বপ্ন নব জাতকের ঘুমে, লাখ শহীদের বীরত্বে, খুনে,
ধৈর্য শিখায় লীন হয়ে আছ বন্দি-বন্দিনীর শিবিরে শিবিরে ।
তোমার হৃদয় স্প্লীন্টারে ভাস্বর প্রাতঃ নবারুন সম
যে দয়া যে আলো যে ভালবাসা-সুনীতি-সমপ্রীতি খুদিত
সে মোহর অঙ্কিত হোক সবার অন্তরে অন্তরে-
প্রতিটি মানুষের দ্বারে- পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ।
উন্মোচন কর ভাবি সুন্দর হে! স্বর্ণ শিংহদ্বার তোরণের
যেন শান্ত অপার তিমির নিশিথের পাষান স্তব্ধতা ভেঙ্গে
সমস্বরে ধ্বনি-প্রতিধবনিত হয় পরম একাত্বতা-শান্তিময়তা-সৌহার্দতা ।
সেই আশার আলোরনে সিক্ত করে আছি হৃদ্যতায় তোমার সে পথ;
গালিচা বিস্তির্ণ যে পথে করিবে অন্তর্ধাণ এই পৃথিবীর জীর্ণ ব্যতিব্যস্ত কোলাহলে ।