থমকে আছ বাংলাদেশ-
কোথায় তোমার দৃপ্ত চারণা কোথায় তোমার মুক্তি বেশ
স্বাধীনতা শুধু ঢঙ্গে সেথায় পরাধীনতার পাই যে লেশ ।
এক দল হেথা থাকে খায় সুখে অন্যেরা মাথা গুজে
করে দিনপাত এড়ায় সংঘাত সয়ে যায় মুখ বুজে,
এই হানাহানি কেন লব মানি জানাও বাংলাদেশ-
স্বাধিনতা চাই তোমায় আমায় স্বাধীনতা চাই বাংলাদেশ
স্বাধীনতাতে মুক্তি পাবে দামাল ছেলে সোনার দেশ ।।
ষোল কোটি মানুষের-
অধিকার দিতে অধিকার নিয়ে এ কোন খেলা মানবের
ধনের পাহাড় গড়ে অনাহারে প্রাণ মরে হায়- গরীবের ।
জনতার ধনে পোদ্দারী আর সেই জনগনে পায়ে দলি
অত্যাচারিত আমরা যে আজ সে অব্যাক্ত কারে বলি,
এই জরা জিঞ্জির শৃংখল ঠেলে জাগো বাংলাদেশ-
স্বাধিনতা চাই তোমায় আমায় স্বাধীনতা চাই বাংলাদেশ
স্বাধীনতাতে বিনাশ হবে দেশের ঠাকুর ছদ্মবেশ ।।
তুমি দারিদ্র্যের কশাঘাতে অবিনশী-
ন্যুজ হয়ে আছো খুঁড়েখুঁড়ে বাঁচো ভাড়াটে ঊর্বশী
শুধু থেকে থেকে কেন যাও নেচে দা্দারা বাজালে বাঁশি?
তোমার বুকেতে ফলাব আমরা লক্ষ কৃষক সেনা
দৈন্য মরুতে আনিব জোয়ার শোধিব যত দেনা,
তবু লোভী দানবের থাবা হতে আন মুক্তি বাংলাদেশ-
স্বাধিনতা চাই তোমায় আমায় স্বাধীনতা চাই বাংলাদেশ
স্বাধীনতাতে বিনাশ হবে দেশের ঠাকুর ছদ্মবেশ ।।
স্বদেশ তোমার রন্ধ্রে গাঁথা-
শুধু দুর্নীতি র’লে ঠাঁই দেয় বলে দেশের মাথা
ক্ষমতার বলে দুঃশাসন কলে জনগন খায় যাঁতা ।
যদি যাও কোনমতে অফিস আদালতে শুধু ঘুষ আর অবিচার
কেঁদে ফিরে আসি যারা সত্য-সারথি পায় মিথ্যুক সুবিচার,
মিথ্যাবগুন্ঠণ খুলে কবে মাথা তুলে দাঁড়াবি বাংলাদেশ-
স্বাধিনতা চাই তোমায় আমায় স্বাধীনতা চাই বাংলাদেশ
স্বাধীনতাতে ধবংস হবে দেশের ঠাকুর ছদ্মবেশ ।।
স্বদেশ তুমি বেকারত্বের ভারে-
এক জনাকীর্ণ পরিবার দিশা হারিয়েছ কি করিবার, তারে
দেখে নড়েনা টণক যারা সদ্য জনক কি হবে বলে, কারে ?
যাদের উনুনে মত্স্য, গোস্ত চড়ে আর শুধু পানি ঝলসে যাদের
সবাই মিলেমিশে চলিতে এক বেশে এক দেশে অসুবিধে কাদের?
হেথায় পথ আঁকড়ে পথ চলে যারা ঠেকাও তাদের বাংলাদেশ-
স্বাধিনতা চাই তোমায় আমায় স্বাধীনতা চাই বাংলাদেশ
স্বাধীনতাতে নিপাত যাবে দেশের ঠাকুর ছদ্মবেশ ।।
কেন শত্রু বলরে! দেশপ্রেমহীন-
যার সাথে ওঠবস একসাথে মাতো অবগাহনে নীরে দৈনন্দিন
কেন মারো তারে স্বার্থে আঘাত এলে ওরে হৃদয়হীন!
বধুর কাঁধে স্বামীর লাশ, মায়ের বুকে শুন্য ছেলে
তোর বুকে আর কত অপরাধ যাবে গল্প বলে,
এই অপ-রাজনীতি হুদা খুনাখুনি রুখ্রে বাংলাদেশ-
স্বাধিনতা চাই তোমায় আমায় স্বাধীনতা চাই বাংলাদেশ
স্বাধীনতাতে জন্ম নেবে দেশের ঠাকুর ধন্যদেশ ।।