হাস্নাহেনার সুভাসিত মুগ্ধ অন্ধকারে
একাকি নিঝুম মগ্নঘন হৃদয় দুয়ারে
তোমার অমলিন মুখখানি দেখি শুধু
দক্ষ শিকারির মত অপলক বারে বারে ।
নারী নই বলে চেনা নেই অত নারীর হৃদয়
কেবল তোমাকে নিরীক্ষণ করেছি বহুবার বহুসময়
হৃদয়ের কাছে হৃদয় দিয়ে চেষ্টা করেছি আপ্রাণ
নিদারুন কষ্ট বিরহ মাঝে যা আজও সমান বোধ হয় ।
অনুপস্থিতি নিশ্চিত করে যে কথা তোমার
তুমি পাষাণ আমি নইঃ বলব বারে বার
কিসের ছলনে বাঁধিলে হিয়া কঠিন পাষাণতটে
জাগিবে না কী কভু? যদি অমারাত্রে নামে সমুদ্র জোয়ার ।
পারাবারে কত ঢেউ হারিয়ে যায় একে যায় চিহ্ন
নর্তকীর মঞ্চে খুঁজেছি আনন্দ ভুলিতে চেয়েছি শত
পারিনি ভুলিতে তোমায় কিযে ঢেউ দোলায় আন্দোলিয়া
ফিরিয়া আনেছ মগ্নব্রত নীড়ে যেথা তোমার মায়াচ্ছন্ন ।
এ মোন হরণ করিতে পেরেছিলে শুধু তুমি
এনেছিলে সবুজ সমারহ যাছিল বিরান মরুভুমি
শত উত্কর্ষে বহিয়া চলেছে সে ধারা আজও
বুকের সমাধি প’রে তোমার সেই প্রেম মমি ।