যখন প্রথম দৃষ্টি রাখ আকাশ নীলে
অদুরে চাহিয়া ভয়ে সঙ্কিত ছিলে
স্নেহের পাখনায় লুকাইতে মুখ,
সেই মধু-মিষ্টি খুকি আছ তুমি আজো
মাতৃদৃষ্টিনত খঞ্জর খত আমার চোখে ।
আজ দৃষ্টি তোমার হয়েছে উদার
খুলে গেছে পৃথিবীতে অজানার দ্বার
সেথায় পাশে কি রাখবে আমায়?
জল ছলছল তব চকিত চাহনি
নব দিগন্তে তব এলো আলো দিশারী
সেই সুদুর আলেয়ার ছলনে ভুলিয়া
মহাভুজঙ্গ চলি ফনা যে তুলিয়া
আশার সিন্ধু মোর উতলে উঠিছে মনে
সাধের সিন্ধু চুরিবে বুঝি বিজয়-সন্ধি-ক্ষণে ।