তোমা বিনে কেন আজও এ মোর বিরহী হিয়া
অশ্রু বিন্দু জলে গড়িছে শুধুই নীল দরিয়া ।
পথের পাশে হারিয়েছি সোনা কি তাই বলে হায়-
অতি দূর স্মৃতি পরতে পরতে নিতি কাঁদাবে আমায়?
ভুলে গেছ বুঝি মোর গড়া স্মৃতি নতুন পৃথিবী পেয়ে
একালেও আমি পুরোনো নাও মাঝি চলেছি সে তরী বেয়ে ।
নতুন পৃথিবীতে তব হয়ত আমার এ নাও ভিড়িবে না
তব পানে চাহি কেন দাঁড় টানি হৃদয় জানে আমি জানি না ।
হৃদয়ের খেলা হৃদয়ই খেলে আমারে বানায়ে বোকা
অজানার খেল এমনই হয় তা সত্যি নয়ত ধোকা ।
(তাই হয়তঃ)
আজো যার আশে ঘুরি চারপাশে খুঁজেফিরি উদাস আনমনে
চোরাবালি সেথা নাকি মরু মরীচিকা বুঝিতে পাইনে ক্ষণে ।
আশার বস্তি মোর ভেঙ্গে গেছে তবু সর্বগ্রাসীর তীরে-
দেখি ভাসিতে নতুন চর গড়িতে বাসর শত ভাঙ্গনের ভীরে ।