ইতিহাসের পাতায় সাক্ষী রেখেছি
অস্ত্র ছিনিয়ে আজ,
লক্ষ কোটি শহিদের স্মরণে
অস্ত্র ধরেছি আজ,
দুই-লক্ষ মা-বোন দের ইজ্জতের
বিনিময় দিয়েছি আজ ।
গ্রেনেড তুলেছি
বোমা ফেটেছি
মেরেছি তোদের আজ ।
ভাষা শহীদের রক্তের দাম
পরিশোধ করেছি আজ।
তোদের রক্ত দিয়ে
আজ হাতে নিয়েছি রাইফেল,
গ্রেনেড উঠেছে হাতে
মুক্তিযোদ্ধার হাতে রাইফেল ।
এবার বাঘের থাবা
ভোজ কী রকম প্রতিশোধ।
যার সঙ্গে যে রকম
সেই রকম খেলবে বাঙালি
খেলেছি মেরেছি আজ
সেই দিন যেদিন তোদের
আত্মসমর্পণ করিয়েছি,
যেদিন তোদের থেকে
বিজয় ছিনিয়ে নিয়েছি ||