হেলিয়াছে সূর্য পশ্চিমের বুকে
ঘুরে তাকালে কিরণ পড়িতেছে মুখে
অদ্ভুত সেই দৃশ্য পড়েনি কভু চোখে
চারিদিক অচেনা,আছি কি আমি স্বর্গে?
ক্রমশ রক্তিম হচ্ছে সূর্য
আকাশে ভাসছে হাজারো কারুকার্য
আঁকিল কে করিয়া ধারণ পাহাড় সমান ধৈৰ্য?
হালকা রোদে বিকেলের মাঠ ক্রমশ মাধুর্য
মৃদু হাওয়া যেন অম্লান,বাড়াচ্ছে ফসলের সৌন্দর্য!
হচ্ছে বিকেল ডুবছে বেলা
বৃষ্টি হলো ক্ষণ,পুবে তাই রঙের মেলা
দক্ষিণ দিগন্তে চলছে পাখির পাল্লা খেলা
মৃদু বাতাসে মুখরিত সেই ঢেউয়ের মেলা
তাল মিলায়ে চলছে নদীর বুকের সেই পালহীন ভেলা!