নিরূপমা! [নিরূপমা অক্সিজেন এর রূপকার্থ]
তুমি হে দুর্বার,
দুর্দিনের সেই শশধর!
জড়ায়ে বাঁচি অনিশ্চয়তা বুকভর
তৃষ্ণার্ত আজও সেই পাথর, [পাথর হৃদয় এর রুপকার্থ]
তোমার প্রবাহ হীনতায় কাতর !
প্রভাতের সেই মিষ্টি রোদে,
তুমি রোজই ভাসো!
ব্যাকুল বাতাসে তুমি হাসো!
আমি হীনতায় তুমি হাসবে!
তুমি হীনায় আমি হাসি না!!
সু-উচ্চ পর্বতের চূড়ায়,
আনমনে খুঁজি! তুমি হাসো না!
মেঘকালো সেই দিবসে,
বিবশ হয়ে তুমি ভাসো না !
হে নিরূপমা !!
তুমি হাসাও কত নিরুপমা? [নিরুপমা মানুষ এর রুপকার্থ]
আমার নিরুপমাও কি হাসছে? [এই নিরুপমা একজন প্রেমিকা]
অগোছালো আনমনে,
তোমারই ব্যাকুল প্রবাহে,
ঘন কালো কেশ সাচ্ছন্দ্যে,
মৃদু বাতাসে কি ভাসছে?
কেশ ঘ্রাণ নিঃশব্দ অভিপ্রায়ে,
তোমার শহরের সেই কদমতলিতে
উত্তপ্তে ব্যাকুল ছুটে চলা,
এক অদম্যের নাসিকায়! [এই অদম্য হলো প্রেমিক]
হে নিরুপমা !! [এই নিরুপমা হলো প্রেমিকাটির প্রেমিক]
তুমিও কি ফিদা ?
এক জীবন প্রক্রিয়ায় তুমি উপজাত
হরেক শ্বাসক্রিয়ায় তুমি অপরিহার্য
তুমিই হে নিরূপমা !
পাখিহীন সেই নিথর হৃদয়ে, [পাখিহীন= প্রাণহীন অর্থে]
ব্যার্থ মায়া তুমি সাজো না!
তুমিই আপন হে নিরূপমা!
ক্ষণকাল তুমি ছিলে বলে,
সুন্দর এই পৃথিবীতে আমি আছি,
মিছক কতো মায়ায় হাসছি!!
কোনো এক দিবসে যাবো চলে
জড়ায়ে তোমায় আগর ঘ্রাণ শ্বাসে [শেষ নিঃশ্বাস আগর ধোঁয়া মিশ্রিত]
বাঁচায়ে রেখো সেই মিষ্ট প্রবাহধারা
ওহে নিঃস্বার্থ নিরূপমা!!