আমি মুগ্ধ,হে নারী তোমার রূপের গুনে
আমি স্নিগ্ধ হে তোমারই স্পর্শে!
জানিনা কেন এত বাচ-বিচার
সবাই মানুষ তবুও ভয়,না পাবার!
স্বপ্নে হে,তুমি বিরাজমান
তোমারই কোলে মাথা রেখে আমার রাত্রি বহমান!
তুমি চাঁদ,আমার আঁধার রাতের আলো
ঝিঁ-ঝিঁ পোকারা সাক্ষী,আমি কতাটা বাসি ভালো!!
মনের গহীনে তোমার বসবাস
ভালোবাসি এটা নহে কোন মিথ্যা আশ্বাস!
জীবন সাগরে আমি মাঝি,তুমি যাত্রী
ভাসবো চিরকাল যদি না থাকে আপত্তি!!
আদৌ হবে কিনা সত্য
তোমায় নিয়ে ঘোরা সাত সমুদ্র
হবে কি তুমি আমার মনো দৈত্য?
পারবে?তুমি আমার অপূর্ণ ইচ্ছাগুলো করতে সত্য!
আজ ঐ তোমারই স্পর্শের পাগল কেউ জন
নিমিত্ত সবই তোমারই চরণে বিসর্জন!
বলিতে পারি না কভু,আছে না পাবার ভয়
অবলোকনে ভালোবেসে যাবো তোমায়
ভালো থাকুক ভালোবাসা
আমারই না হয় পরাজয়!!