শীতের সকাল আজ মুখরিত
                       ব্যাকুল সেই দক্ষিণা হাওয়ায়
দিন তিনেক আগে হইয়াছিল সূর্যাস্ত
             পড়িয়াছিল তাহাতে ঘন কুয়াশার ছায়া
সূর্য আজ হাসিতেছে,জন্মাইয়াছে নবজাত
           বাতাস মুখরিত সেই শিশুর  হাস্য মায়ায়!!!


চারিদিক তাহার চির অচেনা
                    চাহিয়া দেখে শুধু মানুষের বাহানা
না পায় কিছু করিবার করা ছাড়া কান্না
                  মাতার দুগ্ধ করিয়া পান,তবেই ঠাণ্ডা।


শিখিয়াছে শিশু হামাগুড়ি
                  প্রশস্ততা নাই,করে বিছানায় গড়াগড়ি
বয়স বাড়িয়াছে ছাড়িয়াছে হাঙুরি
               দিঘির সেই কর্দমায় এখন গা মাখামাখি!!

সন্ধ্যার সেই ধুলো মাখা গা
                     মায়ের বুলি যেথা ছিলি সেথা যা
হালকা পিটুনি!আর কিছু মনে পড়ে না,
                ভুলে যাই সবই,দিনগুলো ছিল স্মৃতি মাখা!


বাছিতেছে বয়স,হইতেছে চঞ্চল
                   দুষ্টুমিতে তাহার মুখরিত সেই অঞ্চল
প্রিয় পাত্র সবার বুদ্ধিতে স্বচ্ছল
                   অনুপস্থিতিতে তাহার শৈশবাড্ডা অচল!


স্কুল পালানো সেই দিনগুলি
                    খেলিতাম গোল্লা ছুট আর ডাঙ্গুলি
চোর-পুলিশ আমরা বেশি খেলিয়াছি
               হাতিয়ার ছিল মেলায় কেনা সেই গুলি!


ঝড়ের সেই রাত
           করিত ভয়, জরিয়ে ধরিতেন মা
পোহালে তবে রাত্রি
       ঝিল টইটম্বুর,পানি বৈ কিছু দেখা যায় না!

বৃষ্টির সেই দিনগুলি তে,
             ভিজিতাম খোলা মনে করিতাম খেলা
ঝিলের সেই জলে ঝাঁপিয়ে,
             আনিতাম পদ্ম,বানাতাম মালা,
হায়!কতই না ছিল স্মৃতি কাতর,
                     আমার ছেলেবেলা!!