আমি রাজা হয়ে, তোমাকে
সাম্রাজ্য উপহার দিতে পারবো না,
তবু তোমাকে ভালোবাসি।
কবি হয়ে, এনে দিতে পারবো না
এক ফালি চাঁদ,
তবু তোমাকেই ভালোবাসি।
এত ভালোও বাসতে পারবো না যে,
গড়তে পারি আরেকটা তাজমহল,
তারপরেও, তোমাকেই ভালোবাসি।
ভালবেসে তোমার জন্য খুব বেশি হলে,
আমি হতে পারি জোনাকীর আলো,
কিংবা ঘাসের ডগায় জমা ভোরের শিশির।
আকাশ যেমন মেঘকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখে,
পাহাড় যেমনি রাখে ঝরনাকে,
আমাকেও রেখো তেমনি করে,
আমি কেবল তোমাকেই ভালোবেসে যাবো,
নিরবে, গৌরবে।
১৩/০১/২০১৯ খ্রি: