অতি অদ্ভ‍ূত এক জীবন মানুষের,
চলার পথের কোন এক বাঁকে এসে,
আত্মদর্শণের আয়নায় তাঁকালে দেখা যায়,
“ভালবাসা ছড়ালেই ভালবাসা পাওয়া যায় না”,
সকলেই ভালবাসা পেতে চায় ষোল আনা,
কিন্তু অপরকে দেবার বেলায়?
নিজ স্বার্থের বাইরে এক ফোঁটাও নয়।
খেয়ালের বশেই একদিন মানুষের হাতে,
তুলে দিয়েছিলাম আমার মগজ ও হৃদয়,
ওরা সাগ্রহে হামলে পরে চেটেপুটে খেয়ে,
তৃপ্তির ঢেকুর তুলে চলে গেলো,
একটিবারের জন্যও দেখেনি, বুঝেনি,
ওরা আসলে নিজেকেই নিজে খাচ্ছে,
কারণ ভালবেসে আমি খুব যতন করে,
মগজে জমা করে রেখেছিলাম মানুষেরই স্মৃতি,
হৃদয়ে জমা রেখেছিলাম ওদেরই ছবি।
তবুও বলি, মানুষের প্রতি মানুষের,
ভালবাসার জয় হোক,
ভালবাসার রঙ ছড়িয়ে পড়ুক সকল প্রাণে।

১০/০৮/২০২৪ খ্রিঃ