ভালবাসলে বুকের ভিতর তৈরী হয় এক নদী
তোমার টানেই জোয়ার ভাটা বইছে নিরবধি,
ভালবাসলে মনের মাঝে তৈরী হয় এক ঘর,
সেই ঘরেতে তোমার নিবাস জন্ম জন্মান্তর,
ভালবাসলে দুচোখ জুড়ে তৈরী হয় এক আয়না,
আয়নাতে মুখ ভাসে তোমার চোখ সরানো যায় না,
ভালবাসলে হৃদয়টা হয় বিশাল একটা আকাশ,
সেই আকাশে চন্দ্র, সূর্য, তাঁরায় তোমার বাস,
ভালবাসি বলেই তোমায় ভালবাসতে ইচ্ছ করে,
ভালবাসার রংধনুটা ছড়িয়ে আছে এই অন্তরে।
১৬/১১/২০২৪ খ্রিঃ