তুমি আমার
নীল আকাশে, শরৎকালের মেঘ,
তুমি আমার,
চোখের মায়া, মনের শত আবেগ।
তুমি আমার
স্নিগ্ধ সকাল, সারা দিনের হাসি,
তুমি আমার
আধার রাতে, তারার কাননে শশী।
তুমি আমার
প্রথম প্রেম, সোনারঙে আঁকা স্মৃতি,
তুমি আমার
মনের মাঝে, দুরন্ত এক প্রজাপতি।
তুমি আমার,
এক জীবনে, সব জীবনের সাথী,
তুমি আমার
সোনালি রোদ, বাদল দিনে বর্ষাতি।
তুমি আমার,
শান্ত নদে, তুফান তোলা ঢেউ,
তুমি আমার,
সুখের পরশ পাথর,
জানি আমি, আর জানে না কেউ।
২৭/০৩/২০২৪ খ্রি: