তুমি আমার অথৈ পাথার প্রিয়ে,
তুমিই বালির তীর,
হইনা আমি যতই উত্তাল ঢেউ,
উত্ত‍ুঙ্গ, অস্থির।
জানো তো জলের ঢেউ,
তীরেই আসে ফিরে,
ভাঙ্গে নতশিরে, তার চেনা নীড়ে।
বলতে পারো এ কিসের টান?
কোন গোপন আহ্বান,
বাজছে নিনাদ উভয়ের ভিতরে।
আর কোথায় বা যাবো আমি?
তাই তোমারে ঘিরেই ভ্রমি,
বাঁচি, বেলা ফুরোবার আগে,
একমূখী এই পথ,
নেই কোন দ্বৈরথ,
ভালবাসার ফুল ফুটুক রক্তরাগে।
শুন্যতার মাঝে পূর্ণতা তুমি,
তুমি গোধুলীর মায়া,
তুমি আমার কায়ার অন্তপুরে,
জড়িয়ে থাকা ছায়া।
তুমি আছো তাই আমিও আছি,
আমরা দুজনে চলছি পরস্পর,
কখনো নদীর জোয়ার ভাটা হয়ে,
কখনো হয়ে শান্ত সরোবর।

৩০/১১/২০২৪ খ্রিঃ