মুজিব ছিলো বুকের ভিতর,
খুব যতনে রাখা,
কি প্রয়োজন ছিলো তারে,
পথে ঘাটে আঁকা!
কে না জানে মুজিব মানেই
সোনার বাংলাদেশ,
অতি বাড়াবাড়ির ফসল,
পুড়ে হচ্ছে শেষ,
শোনরে বলি দামাল ছেলে,
এসব বন্ধ কর,
ভাঙ্গার খেলা ছেড়ে তোরা,
সোনার বাংলা গড়,
আঁধার কেটে সূর্যটা দ্যাখ,
ঝলমলিয়ে হাসে,
বুক চিতিয়ে চল এগিয়ে,
নতুন বাংলাদেশে,
নয় ভেদাভেদ, দুঃখ বা ক্লেদ,
হিংসা হানাহানি,
মিলেমিশে আয় দেশটা গড়ি,
তোরা যে বীর সেনানী।
০৭/০৮/২০২৪ খ্রিঃ