আমাকে ধূসর করে,
ঈশান কোণে,
ইন্দ্রধনু হাসে সপ্ত রঙের সমাহারে,
তোমায় মনে পড়ে ।
চাঁদ ঘুমিয়ে গেলে কৃষ্ণপক্ষের রাতে,
আমি তারার আলোয় হাঁটি না,
অপেক্ষার অবসরে,
তোমায় মনে পড়ে।
যাযাবর হয়ে হারিয়ে গেলে পথে,
কে আর খুঁজে পেতো?
এই পৃথিবীর পরে,
তোমায় মনে পড়ে।
কোন সে মন্ত্রবলে জাগিয়ে দিলে?
সোনা রুপার কাঠি অদল বদলে,
কোমল পরশে ধীরে ধীরে,
তোমায় মনে পড়ে।
তাইতো আমার আজন্ম লালিত শ্লোক,
আর কারো না হোক,
রেখেছি প্রাণের পরে,
শুধুই তোমার তরে,
তোমারেই মনে পড়ে,
আমার, তোমারেই মনে পড়ে।
১৩/০৬/২০২৪ খ্রিঃ