পুকুর পাড়ে তালগাছ,
যার লম্বা একখান ঠ্যাং,
গাছের তলায় ঘর বেধেছে,
দুইটা কোলাব্যাঙ,
কোলা ব্যাঙের শশুরবাড়ি
পুকুরের ঐ পাড়ে,
বাপের বাড়ি নাইওর যাইতে,
ব্যাঙি বায়না ধরে।
গাছের আগায় ঐ দেখা যায়,
দাড় কাকের এক বাসা,
কোকিল ডাকে কুহু সুরে
বাসা ভিষণ খাসা,
কাকের বাসায় মনের সুখে
কোকিল পাড়ে ডিম,
চালাক কাকে বোকা হইল
তাক ধিনা ধিন ধিন।
২৭/০৯/২০২৩ খ্রিঃ