সবুজ ধানের ক্ষেতে দামাল বাতাস,
মেঠো পথে বুনো ফুল ছড়ায় সুবাস,
গাছে গাছে পাখিদের অলস কানাকানি,
উদাস দুপুরে আমায় দেয় হাতছানি।
মধুময় সেই স্মৃতি মনে আছে জমা,
দুরন্ত বিকেল ছিলো কত তিলোত্তমা,
কোথায় হারালো সেই প্রাণের শৈশব?
চড়ুইভাতি, লুকোচুরি খেলি কই সব?
ডাংগুলি, কানামাছি হুল্লোরে মাতার,
আয় হই পানকৌড়ি দেই ডুব সাঁতার।
আষাঢ়ে বৃষ্টিতে ভিজে, করি কলরব,
কোথায় হারালো সেই মিঠে দিন সব?
কোথায় পালালো সেই আনন্দের দিন?
আজিকার জীবন, সময় বড়ই কঠিন,
একাকী হাটি সেই শৈশবের আঙ্গিনায়,
এত সব কথা সে কি সহজে ভোলা যায়?
কত শত স্মৃতি নিয়ে খুঁজিয়া বেড়াই,
পুরানো সব সুহৃদেরে যদি ফিরে পাই,
কইতাম তোর কাছে এসেছি দ্যাখ প্রিয়,
ফিরে পাবোনা আমাদের শৈশব যদিও,
স্মৃতির ঝাপি খুলে, সব ব্যস্ততা ভুলে আয়,
চল আজ হারাই সেই স্মৃতির আঙ্গিনায়।
১৬/০৩/২০২৪ খ্রিঃ