সুন্দরীতমা আমার,
বহুদিন আগেই ঘোষণা করেছি,
ভালবাসি একমাত্র তোমাকেই।
ভালবাসার ইশতেহার ঘোষণার পর
হৃদয়টা আমার জমা করে দিয়েছি
তোমার মনের গোপন ভল্টে।
তোমাকে ছাড়া কেউ পারে না,
কেউ করে না সেখানে লেনদেন।
আমিতো এমন একটা অলংকৃত চেক,
তোমার স্বাক্ষর ছাড়া যার প্রকৃতি,
একটা ধূসর সাদা কাগজের মতোন রংহীন।
২১/১০/২০২৩ খ্রিঃ