কোথায় তুমি খুঁজছো তাঁরে?
সে কী থাকে ওই আসমানে?
দুহাত তুলে কি কথা কও?
সে যে তোমার সবই জানে!
সত্যের পথে পরম শান্তি,
সত্যের আলোয় সাজাও মন,
যেমনি চাবে তেমনি পাবে,
চেয়ে নাও না যা প্রয়োজন,
নিয়ত যদি নিখুঁত না হয়,
মনের মাঝে থাকলে খোট,
কেমন করে মিলবে তোমার,
চাওয়া পাওয়ার হিসাব জোট?
মনের নিয়ত আয়না হলে,
কর্মে হয় না কেউ অসফল,
সৃষ্টির মাঝেই থাকেন তিনি,
স্রষ্টা নামের সেই মহান বল।

০২/০১/২০২৫ খ্রিঃ