সৃষ্টির মাঝে মানুষ সেরা, আশরাফুল মাখলুকাত,
কম আর বেশি সবাই জানি, নেই তাতে বিভ্রাট।
হরেক রকম নকশাকাটা, পোশাক আটা প্রাণী,
বলতে পারি একেই আমরা, মানুষ নামে জানি।
দুহাত নেড়ে, দুই পা ফেলে, পিলপিলিয়ে হাটে,
মানুষ নামের মানুষ গুলো যে যার বাটে বাটে।
আমিও সেই মানুষের মতো মানুষই একজন,
“সৃষ্টির সেরা” উপাধি নিয়ে হয়েছি সৃজন,
প্রশ্ন করি আপনমনে নিজেই নিজের কাছে,
সৃষ্টির সেরা হতে আমার কোন সে জিনিস আছে?
খুঁজতে গিয়ে সাঁতরে মরি, হাতরে কিছুই না পাই,
আসল মানুষ হতে আমার অনেক কিছুইতো নাই !
মানুষ নামের আকার নিয়ে, তবে কি আমি তা নই?
মানুষ হয়ে আবার আমি কেমনে মানুষ হই !
আকুল হয়ে তাইতো খুঁজি ভূতল ও মহাশূন্যে,
মানুষ, নামে নয়, সৃষ্টির সেরা মানুষ হবার জন্যে।
ঘুরছে ধরণী মানুষ নামের নানান মানুষ ধারণ করে,
ইচ্ছে আমার শ্রেষ্ঠ হবার, মানুষ নামের মানুষ ফেড়ে।
০৮/০৯/২০০৩ খ্রিঃ