লক্ষ মানুষ প্রাণ দিয়েছে,
করতে স্বাধীন দেশটা,
লোভের পাপে শ্মশান হলো,
সোনার বাংলাদেশটা।

সবাই বলে তলে তলে,
কি জানি কি হচ্ছে!
নেতার মনে খুব গোপনে,
আসলে কি চাচ্ছে?

কাজের কাজী না হয় পাজি,
এই আশাতে থাকছি,
হাতে হাতে হাত না দিলে,
সব বিফলে ভাবছি।

আশায় থাকি বদলে যাবে
আমাদের এই দেশটা,
বিভেদ ভুলে সবাই মিলে
গড়বো তুলে শেষটা।

১৭/১২/২০২৪ খ্রিঃ