বারো হাত কাঁকুড়ের,
তেরো হাত বীচি,
এই নিয়ে মহাজনে,
কত নাচা নাচি!
নৃপতির নৃত্য তালে,
হাতে তালি বাজে,
আহা আহা খাসা খাসা,
নাই ভুল কাজে।
ভোগে, মোহে, নাই হুশ,
বেসামাল মন,
সময়ে পাবে উত্তর,
কহে জনগণ।
নিয়মে এসেছে ঝড়,
উড়ে গেছে সব,
ছাড় দেন ছাড়েন না,
মহান সে রব,
যুগে যুগে বুকে জমা,
আছে কত ক্ষত,
কে দিবে উত্তর তার,
প্রশ্ন শত শত।
ঝড় ছিলো ভয়ংকর,
নাই কোন ভুল,
বুকে বল মনে আশা,
সবে পাবে কূল।

১৯/০৮/২০২৪ খ্রিঃ