নিতান্তই ক্ষুদ্র প্রাণ এক, তবুও
বিশাল এক অস্তিত্ব জুড়ে ছিল আমাদের,
কত দিন, কত রাত কেটেছে খুনসুটিতে,
বড় ভালবেসে মেয়েরা নাম রেখেছিল "পিহু" তার,
মেয়েদের ভালবাসার প্রতিদানে,
একসময় মুখ ফুটে ডাকতে শিখেছিল,
মা, মা, এই মা!
কি মায়াময় মধুর ডাক,
হৃদয়ের গভীরে তন্ত্রীতে তন্ত্রীতে অনুরণন তোলে,
হঠাৎই অমোঘ নিয়তি সামনে এসে দাঁড়ায়,
আহ! সকলের হৃদয় ভেঙে হয় রক্তক্ষরণ,
চোখের সরোবর উপচে পড়ে লোনাজল,
মুহূর্তের ব্যবধানে আছড়ে পড়ে বিষাদের ঢেউ,
আমাদের সুখের, আমাদের দুঃখের স্মৃতিতে,
তোমার অস্তিত্ব থাকবে আজীবন,
বিদায় বন্ধু, বিদায় সাথী,
ভাল থেকো অনন্ত নক্ষত্র বীথির মাঝে। 😢
(আমাদের বাসায় একটা পোষ্য টিয়া পাখি ছিল, গতকাল হঠাৎ করে মারা গেছে, তাঁর স্মৃতির উদ্দেশ্যে।)
১৩/১০/২০২৪ খ্রিঃ