সুখের খোঁজে ছুটছে সবাই,
সুখ গেছে কোনখানে?
সুখটা নাকি লেজ গুটিয়ে,
পালিয়েছে কোন বনে।
সবার মনের কাতর চাওয়া,
সুখটা এনে দাও,
সুখের জন্য আকাশের চাঁদ,
দিতে পারি তাও।
চমকে উঠে থমকে দাড়াই
বলছে কি সব যা তা,
সুখ হারিয়ে অসুখী মন,
মরছে কুঁটে মাথা।
শুধাই তবে এই যে দাদা,
আপনি বলুন আগে,
সুখের জন্য এই যে অসুখ,
কেমনে মনে জাগে?
অনেক ভেবে বলল দাদা,
সুখ থাকে না মনে,
অতিলোভ আর হিংসা, নিন্দায়
মত্ত হলে জীবনে।
আবার শুধাই এই যে দিদি,
আপনি বলুন এবার,
সুখের খোঁজে তপোবনে
গিয়েছিলেন কবার?
একটু হেসে দিদি বলেন
সবাই হবে সুখী,
অতি প্রয়োজন সরিয়ে দূরে
প্রয়োজনটাই যদি রাখি।
বুঝতে হবে এই দুনিয়ায়
সুখের টোটকা নাই,
সুখি হতে নিজের মনকে,
লাগাম দেওয়া চাই।
হাজার মনে সুখের চাওয়া,
ভিন্ন হতে পারে,
স্রষ্টার কথা রাখলে স্মরণ,
সুখ থাকে সংসারে।
০৬/০৫/২০২৪ খ্রিঃ