মেঘের পরে মেঘ জমেছে আকাশ ঘন কালো,
বৃষ্টি হয়ে যাক না ঝরে মনের দুঃখগুলো,
শুভ্র কাদম্বিনী যদি থাকতো তোমায় ঘিরে,
একটা সুনীল আকাশ পেতাম আবার আমি ফিরে,
স্বর্ণাভ রোদ তোমার অঙ্গে, অঙ্গে ছড়িয়ে দিতাম,
মরাল হয়ে তোমায় নিয়ে সুদূরে হারিয়ে যেতাম।
বরষা ধোয়া কদমফুলের পালাবদল হলে,
নদীর কূলে তোমায় পেতাম শরতের কাশফুলে ।
জমেই আছে হয় না আমার প্রতিক্ষার আর শেষ,
মনে মনেই স্বপ্নপুরে হই যে নিরুদ্দেশ,
মরুৎ এসে কানে কানে গাইছে তোমার গান,
স্বপ্নঘোরে তোমায় দেখি শশীর আলো ম্লান।
০২/০৯/২০২৪ খ্রিঃ