আজ আমাদের পুতুল মনির বিয়ে,
ইতু, ঋতু, ছুটছে এদিক ওদিক,
আমি কেবল দেখছি চেয়ে চেয়ে।
নীতু, টুনির বাধলো কি গোলমাল,
রেগে মেগে পুতুলের মা লাল,
কথায় ভীষণ ঝাল।
উফ, তুমি না কিচ্ছু পারো না,
জলদি আনো বাজারখানা,
আজ না আমাদের পুতুল বিয়ে!
যাও সবাইকে বলো গিয়ে,
কখন চড়াবো রান্না বলো?
সাজিয়ে দেবো পুতুল গুলো,
কি হলো কি, যাচ্ছো না যে!
শুধুই ফাঁকি সকল কাজে,
আমিও দেখিয়ে মেজাজ,
বলতাম যা করবো না কাজ,
করিস কেবল বকাঝকা,
এবার থেকে খেলবি একা,
মিছিমিছি রাগ দেখিয়ে,
আর হতো না পুতুল বিয়ে,
ভাঙতো পাতিল ভাঙতো হাড়ি,
দুজনেই দিতাম আড়ি,
কি জানি কেমন করে,
ভাব হয়ে যেত একটু পড়ে,
হাতে হাত রেখে দুজন,
হয়ে যেতাম সুখী সুজন।
০২/১২/১৯৯৭ খ্রিঃ