চোখের ভেতর জমা জল যদি
অশ্রু বলে ডাকি,
বুকের ভেতর জমা কষ্টের কোন
নাম আছে নাকি?
চোখে জমা কষ্ট কপোল ছুঁয়ে
কান্না হয়ে ঝরে,
বুকের কষ্ট এতটাই লাগে ভারী
কমাই কেমন করে?
তুই চলে গেলি আর সবে আছে
তবুও লাগে একা,
মান অভিমান সব হলো অবসান
বুকটা ভীষণ ফাকা।
চরণ ছুঁয়ে বলেছি বোন আমার
আমায় করিস ক্ষমা,
আরো কত কথা বলার ছিলো
রইল সবই জমা।
অতীত স্মৃতি গুলো ভীষণ রকম
করছে এমন হাহাকার,
বুকে জমা কষ্ট কমাতে আমি
কান্নায় ভাসি বারেবার।
দোয়া করি সহোদরা ভাল থাকিস
আকাশের তারা হয়ে,
ভেবে নিবো হয়তো তুইও আছিস
আমার পানে চেয়ে।
২১/০৩/২০২৪ খ্রিঃ