শিক্ষাগুরু কেমন হবে, কেমন হওয়া চাই?
ছোট্ট একটা গল্পে যেন ঠিক তেমনটা পাই,
বহুবছর আগে,
একদা এক শ্রেণিকক্ষে বাধলো একটা গোল,
কচি-কাঁচার হৈ হুল্লোরে বিরাট শোরগোল,
গুরুমশাই শ্রেণিকক্ষে এলেন খানিক পরে,
কচিকাঁচা নালিশ নিয়ে ছুটলো তার দরবারে,
গুরুমশাই মন দিয়ে শুনলেন, ফরিয়াদির বর্ণনা,
চুরি করেছে কেউ একজন তার দামী কলমখানা,
শিক্ষাগুরু মুচকি হেসে বললেন অবশেষে,
দেয়াল ধরে দাড়াও দেখি তোমরা সবে এসে,
চক্ষু রাখবে বন্ধ সবার, হাত থাকে যেন উপরে,
একে একে খুঁজবো কলম সবার পকেটের ভিতরে,
খানিক খুঁজেই এক ছাত্রের পকেটে, পেলেন কলমখানা,
দিয়ে দিলেন তার কলম ছিল যার, কোন কথা বললেন না।
বহুবছর পরে,
হঠাৎ দেখা এক ছাত্রের সেই শিক্ষাগুরুর সনে,
ছাত্রটা আজ অনেক বড়, হয়েছে মানে ও ধনে,
সালাম দিয়ে বললো ছাত্র, আছে কি আমায় মনে?
রেখেছিলেন এক কলম চুরির, ঘটনা সংগোপনে,
কিছুক্ষন ভেবে বললো শিক্ষক কিছু তার মনে আছে,
কে ছিল আমি যে আজিও জানি না, এই ঘটনার পিছে,
আমারও যে চোখ বন্ধ ছিল, দেখি নাই তার মুখ,
অবাক ছাত্র গুরুর পানে চায় জলভরা তার চোখ ।
এই না হলে শিক্ষাগুরু, রেখেছিলেন ছাত্রের মান,
এমন গুরুর পদতলে থাক সকল ছাত্রের সম্মান।
০৭/০৯/২০২৪ খ্রিঃ