স্বাধীনতা কারে কয়?
স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়!
মুখে আমার বুলি আছে,
গায়ে আছে বল,
হলাম আমি অত্যাচারী,
মার খেলো দুর্বল,
স্বাধীনতা কী তারে কয়?
না, এটাতো স্বাধীনতা নয়!
স্বাধীনতা মানে চিন্তা ও চেতনায়
নিজের মনের মুক্তি,
স্বাধীনতা মানে কর্মে ও কথায়,
জুড়ে থাকা সব যুক্তি,
স্বাধীনতা নয় অধিকারের নামে,
জবরদস্তি করা,
স্বাধীনতা নয় আপন খেয়ালে,
দাসত্বের শৃঙ্খল গড়া,
স্বাধীনতা মানে প্রয়োজন বুঝে,
আত্ম-নিয়ন্ত্রণ,
স্বাধীনতা মানে থামতে জানা,
সংযত আচরণ,
স্বাধীনতারও সৌন্দর্য আছে,
আছে দারুণ শক্তি,
স্বাধীনতা মনের খোলা জানালা,
স্বাধীনতা মানে ভক্তি।
১৫/০৯/২০২৪ খ্রিঃ