ব্যস্ত শহর, কোলাহল ছেড়ে বহুদূরে,
নির্জন কোন এক দুপুরে,
শরতের নরম মেঘের মতন,
উড়ে এসে যখন বললে ”ভালবাসি”,
আমি একটুও অবাক হইনি শুনে,
জানতাম, এমনি করেই আসবে একদিন,
হৃদয়ের দূত হয়ে।
বুঝতে পারছিলাম, শুষ্ক মনের মরুভূমিতে
তোমার জন্য তৈরি হচ্ছে,
এক তরুণ মরুদ্যান,
যে উদ্যান সাজাতে নিসর্গ,
আকুল হয়েছিল আপন উদারতায়।
তুমি আসবে বলেই,
মেঘের আঁচলে মুখ লুকিয়েছিল রবির কিরণ,
গোলাপের সুগন্ধ বয়ে এনেছিল সমীরণ,
কাননে কলিরাও ছিল অপেক্ষায়।
তুমি আসবে বলে,
আমি অচেনা তরঙ্গে ভাসি,
মনের গহীনে শুনি এক নতুন গুঞ্জরণ।
তুমি এলে, পূর্ণিমার পূর্ণতা নিয়ে।
হৃদয়ের সাথে হলো, হৃদয়ের কথা বিনিময়,
তারপর থেকে তোমার মুগ্ধতায়,
মেঘের তুলিতে আকাশের ক্যানভাসে,
এঁকে চলেছি, একের পর এক
রংধনু রঙের স্বপ্ন।
তুমি এলে তাই, ক্ষণিকের অন্তরালে
বদলে যেতে থাকে, তোমার, আমার
আমাদের চিরচেনা পৃথিবীর পরিবেশ।
১৭/০৭/২০২৪ খ্রিঃ