মশা অতি ক্ষুদ্র প্রাণী
কিন্তু, পাজির অবশেষ,
কানের কাছে এ কোন গীতি !
বিরক্তিকর সুরের রেশ,
হুল তো ফুটায় না, যেন,
পুশ করে ইনজেকশান,
সচল মানুষ অচল করে
হলে রোগের ইনফেকশান ৷
স্প্রে করুন কাজ হবে না,
করবে খানিক গড়াগড়ি,
একটু পরেই দেখুন পাশে
হাজার মশার উড়াউড়ি ৷
এখানে বসে, সেখানে বসে
নবাবী যেন তার বাবার,
চোখের সামনে বেড়ায় ঘুরে,
করে না থোরাই কেয়ার!
০৩/১২/১৯৯৫ খ্রিঃ