বাংলা ভাষা প্রাণের ভাষা,
সকল বাংলা ভাষীর কাছে,
ভাষার তরে এমন দরদ,
আর কি কোন ভাষায় আছে?

অ আ ক খ বর্ণমালা,
ভাইয়ের অরুণ রক্তে কেনা,
বুকের ভিতর বাংলা ভাষা
খুব যতনে আছে বোনা।

বায়ান্নতেও পারেনি কেউ,
মুছে দিতে বাংলা ভাষা,
ছড়িয়ে আছে জগত জুড়ে,
বাংলা আমার বিশ্ব ভাষা।

রক্ত দিয়ে পেলাম যে ভাষা,
অমূল্য তার মান,
প্রভাতফেরিতে গাইবে সবাই,
গৌরবে বাংলা গান,

বছর বছর আসবে ফিরে,
একুশে ফেব্রুয়ারি,
বাংলা আমার মায়ের ভাষা,
আমি কি ভুলতে পারি?

২১/০২/২০২৫ খ্রিঃ